চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (Gias Uddin Quader Chowdhury)। সোমবার (১৯ জানুয়ারি) তার মনোনয়ন নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরিত এক চিঠিতে বিষয়টি জানায় বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) স্বাক্ষরিত ওই চিঠিতে গিয়াস কাদেরের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, ‘চট্টগ্রাম-৬ আসনের বিএনপির প্রার্থী হিসেবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার একটি চিঠি আমরা পেয়েছি। একইসঙ্গে তার একজন প্রতিনিধি এবং নির্বাচন কমিশন থেকেও এ–সংক্রান্ত চিঠি আমাদের কাছে এসেছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১৭ জন প্রার্থী দিয়েছিল বিএনপি। রাউজান আসনে দলটি প্রথমে দুটি প্রার্থী ঘোষণা করে। ৪ ডিসেম্বর মনোনয়ন পান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এরপর ২৮ ডিসেম্বর বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার (Golam Akbar Khandakar)-কেও মনোনয়ন দেয় দলটি। ৩ জানুয়ারি নির্বাচন কমিশন উভয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে।
তবে দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রতীক বরাদ্দে এগিয়ে গেলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, যেহেতু দল থেকে একজনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি অন্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না-ও করেন, তবু দলের পক্ষ থেকে প্রস্তাবিত প্রার্থীই প্রতীক পাবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপরের দিন প্রতীক বরাদ্দ হবে এবং শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে স্পষ্ট হলো, রাউজান আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন কেবল গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এদিকে, এর আগেই ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে সব জল্পনার অবসান ঘটিয়ে দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান (Mushfiqur Rahman)। রোববার (১৮ জানুয়ারি) রাতে মির্জা ফখরুলের স্বাক্ষরিত ধানের শীষ প্রতীকের চিঠি তার হাতে পৌঁছায়।


