বিএনপিতে যোগ দিয়েছেন ঝিনাইদহ জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলা বিএনপির কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদারের নেতৃত্বে ঝিনাইদহ-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদের হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা।
এসময় জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ‘নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন, এ যোগদানের মাধ্যমে নির্বাচনে আমাদের জয়ের পথ আরা এক ধাপ এগিয়ে গেল।’
তিনি আরো বলেন, ‘সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ধানের শীষ হোক ঝিনাইদহের দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।’
বিএনপির এই প্রার্থী বলেন, ‘জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ খুব বেশি দূরে নয়, কারো নির্দেশের অপেক্ষায় না থেকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়ুন। ঘরে ঘরে পৌঁছে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করুন।’ এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও এনামুল কবির মুকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


