“জান্নাতের টিকিট কেউ বিক্রি করলে সে মুনাফেক”—ভোলায় আন্দালিভ পার্থ

ভোলা-১ (সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (Bangladesh Jatiya Party – BJP) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নির্বাচনী সমাবেশে ধর্ম নিয়ে ভোট চাওয়ার রাজনীতির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “এই জাহানের মালিক আল্লাহ। কেউ যদি জান্নাতের টিকিট বিক্রি করতে আসে, সে মুনাফেক। আর কেউ যদি একখানা ভোট দিয়ে জান্নাতে যাবে—এমন বিশ্বাস করে, তবে সে শিরক করছে।”

মঙ্গলবার ভোলা সদর উপজেলার নিয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গরুর গাড়ি প্রতীকের প্রথম নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন পার্থ।

তিনি আরও বলেন, “কেউ যদি আপনাদের কাছে ধর্মকে পুঁজি করে ভোট চাইতে আসে, তাকে বলবেন—ধর্মকে বিক্রি করে ভোট চাইবেন না। নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বড়। কেয়ামতকে ভয় করুন।”

পার্থ বলেন, “ভোলায় আমার সবচেয়ে বড় পরিচয়—আমি মরহুম নাজিউর রহমান মঞ্জু মিয়ার ছেলে। তিনি ভোলায় সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন। আমি সংসদে যেতে পারলে প্রথম দিনেই ভোলা-বরিশাল সেতু নিয়ে সংসদ গরম করে ফেলব।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমার জীবন যখন পালবিহীন নৌকার মতো ছিল, তখন দেশনেত্রী আমাকে আশ্রয় দিয়েছিলেন, রাজনীতি শিখিয়েছিলেন এবং ভোলার দায়িত্ব দিয়েছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু প্রমাণ করে গেছেন—যদি মানুষের জন্য ভালো কাজ করা যায়, এবং আল্লাহ রাজি থাকেন, তাহলে শুধু দেশের নয়, মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী হওয়া যায়।”

আন্দালিভ পার্থ বলেন, “এক সময় আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। বাংলাদেশে অনেকেই সেই সাহস করেনি।”

সমাবেশে পার্থ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আমার বাবার ওপর যেমন আস্থা রেখেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছেন—এবার তারেক রহমানের ওপরও সেই বিশ্বাস রাখুন।”

সভায় সভাপতিত্ব করেন উত্তর দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খাঁন, মো. হারুন অর রশীদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *