দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান (Tarique Rahman) আজ শুক্রবার সফরে আসছেন রংপুরে। তার এই আগমনকে কেন্দ্র করে রংপুর মহানগর থেকে শুরু করে পুরো জেলায় বইছে আনন্দের ঢেউ। নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, উচ্ছ্বাস আর উদ্দীপনা। রংপুরে আবারও সরব হয়ে উঠেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
সফরসূচি অনুযায়ী, বগুড়া হয়ে রংপুরের পথে আসবেন তারেক রহমান। পথে তিনি পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুর কালেক্টরেট ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিতব্য এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। রাতে রংপুরে অবস্থানের পর আগামীকাল শনিবার সড়ক পথে ঢাকায় ফিরবেন তিনি।
তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তার সফর ঘিরে দেখা দিয়েছে বিরাট উৎসাহ। বিশেষ করে যারা দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন। বিভিন্ন জায়গায় চলছে মাইকিং, ব্যানার, ফেস্টুনসহ প্রচার-প্রচারণা। পীরগঞ্জেও রয়েছে উৎসবমুখর পরিবেশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP) সূত্র জানায়, তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর থেকে সহস্রাধিক নেতাকর্মী পীরগঞ্জে যাবেন। সেখান থেকে তাকে শোভাযাত্রা সহকারে রংপুরে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই তাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। এমন এক সফরে রংপুরের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।


