এনসিপি থেকে পদত্যাগ করে ঘরে ফিরলেন হানিফ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি (NCP)) ত্যাগ করে পুনরায় গণঅধিকার পরিষদে (Gono Odhikar Parishad) ফিরে গেছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ (Abu Hanif)।

বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির আহ্বায়ক বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।”

গণঅধিকার পরিষদের প্রতিক্রিয়া

আবু হানিফের পদত্যাগ ও গণঅধিকার পরিষদে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান শাকিল (Shakiluzzaman Shakil)।

তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টিতে আবু হানিফের যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল। তিনি ঘরে ফিরে এসেছেন, আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

তিনি আরও দাবি করেন, “যারা এনসিপিতে গেছেন, তারাও একে একে গণঅধিকার পরিষদে ফিরে আসবেন। গণঅধিকার পরিষদ রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। শেখ হাসিনা (Sheikh Hasina) গণঅধিকার পরিষদকে ভাঙতে পারেননি, অন্য কেউও তা পারবে না।”

গণঅধিকার পরিষদের মুখপাত্রের বক্তব্য

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান (Faruk Hasan) বৃহস্পতিবার তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, “গণঅধিকার পরিষদ যার হৃদয়ে, তারা কখনোই এই দল ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না।”

পটভূমি ও অন্যান্য নেতাদের এনসিপিতে যোগদান

উল্লেখ্য, আবু হানিফ আগে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর, তিনি ও গণঅধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী নতুন দলে যোগ দেন।

এনসিপিতে যোগ দেওয়া অন্যান্য নেতারা হলেন—

  • হানিফ খান সজীব (Hanif Khan Sojib)
  • আব্দুজ জাহের (Abduz Jaher)
  • আরিফুল ইসলাম (Ariful Islam)
  • যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান (Moshiur Rahman)
  • ছাত্রবিষয়ক সম্পাদক মো. রাসেল আহমেদ (Md. Rasel Ahmed)
  • পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন (Md. Nizam Uddin)
  • ছাত্র অধিকার পরিষদের আরিফুল ইসলাম আদীব (Ariful Islam Adib)
  • আকরাম হুসেইন (Akram Hossain)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *