বিএনপি (Bangladesh Nationalist Party) যদি কারও নামে সুপারিশ করে, তাহলে কিছু উপদেষ্টা সেটাকে বাইপাস করার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi)।
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন। বিএনপি যদি কারো নামে সুপারিশ করে, তাহলে তারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন। ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করেন।”
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর পল্লবী (Pallabi) থানা বিএনপি (Bangladesh Nationalist Party) ও যুবদলের (Jubo Dal) উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে রিজভীর মন্তব্য
রিজভী আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তি যদি আজকের সরকারপ্রধান হতেন, তাহলে দেশের মানুষ সবসময় তার কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করত।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে না। এর ফলে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। বিষয়টির দিকে সরকারের নজর দেওয়া উচিত। সামাজিক অনাচার রোধ করার দায়িত্ব সরকারের।”
তিনি আরও বলেন, “অনেকের রক্তের বিনিময়ে বর্তমান সরকার এসেছে। তাদের মধ্যে যেন স্বৈরাচারের কোনো বৈশিষ্ট্য না থাকে। এছাড়া, নির্বাচিত সংসদ সংস্কারের কাজ সম্পন্ন করবে। কিন্তু এই সরকার এখনও নির্বাচনের তারিখ ঘোষণায় বিলম্ব করছে।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের বক্তব্য
ইফতার ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির (Dhaka Metropolitan North BNP) আহ্বায়ক আমিনুল হক (Aminul Haque) বলেন, “মব জাস্টিসের নামে দেশের আইন অন্যায়ভাবে নিজেদের হাতে তুলে নিয়ে এক ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আজকে দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে পাড়া-মহল্লায় অনৈতিক কার্যক্রম চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা কখনোই এটা কামনা করি না।”
অন্যান্য নেতাদের উপস্থিতি
এই ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন:
- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক (ABMA Razzak)
- গাজী রেজাউনুল হোসেন রিয়াজ (Gazi Rezaunul Hossain Riaz)
- মাহাবুব আলম মন্টু (Mahbub Alam Montu)
- মহানগর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা (Sajjad Hossain Molla)
- পল্লবী থানা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা