সরকার স্বাধীনতা পদক ২০২৪ দেওয়ার সিদ্ধান্ত নিলেও তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক বদরুদ্দীন উমর (Badruddin Umar)।
বৃহস্পতিবার (৬ মার্চ) প্রকাশিত তালিকায় আটজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হয়েছে, যার মধ্যে বদরুদ্দীন উমরের নামও অন্তর্ভুক্ত ছিল। তবে নিজের নাম প্রকাশের পর এক বিবৃতিতে তিনি পুরস্কার গ্রহণে অসম্মতি জানান।
বদরুদ্দীন উমরের প্রতিক্রিয়া
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রবীণ এই লেখক ও সাংবাদিক বলেন,
“১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটিই গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তবে তাদের দেওয়া এই পুরস্কার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়।”
এ বছরের স্বাধীনতা পদকের মনোনীত ব্যক্তিরা
চলতি বছরে স্বাধীনতা পদকের জন্য মনোনীতদের তালিকায় আরও রয়েছেন:
- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর) (M. A. G. Osmani)
- পপসম্রাট আজম খান (মরণোত্তর) (Azam Khan)
- বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর) (Jamal Nazrul Islam)
- খ্যাতনামা কবি আল মাহমুদ (মরণোত্তর) (Al Mahmud)
- ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর) (Fazle Hasan Abed)
- খ্যাতনামা ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) (Novera Ahmed)
- বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর) (Abrar Fahad)
প্রসঙ্গত, স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা, যা জাতির জন্য বিশেষ অবদান রাখা ব্যক্তিদের প্রদান করা হয়।