বাংলাদেশ ও ব্রিটেনজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন লেবার পার্টি-র সাবেক এমপি ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা নিয়ে ব্রিটিশ সাংবাদিকরা নিয়মিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি, স্কাই নিউজ-এর সাংবাদিকরা লন্ডনে তার বাসার সামনে গিয়ে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করেন। সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে তিনি কোনো উত্তর না দিয়ে সরাসরি গাড়িতে উঠে বসেন। স্কাই নিউজ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, টিউলিপকে তিনটি প্রশ্ন করা হয়—
- আপনার খালা কথিত নির্যাতনে জড়িত, এ বিষয়ে কি আপনি উদ্বিগ্ন?
- বাংলাদেশি কর্তৃপক্ষ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে?
- আপনার খালা নির্যাতনে জড়িত, এ বিষয়ে আপনি কী ভাবছেন?
তবে, টিউলিপ সিদ্দিক এসব প্রশ্নের কোনো উত্তর দেননি।
এদিকে, সম্প্রতি বাংলাদেশে “জুলাই গণ-অভ্যুত্থান” চলাকালীন সংঘটিত ঘটনার ওপর জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে শেখ হাসিনা-কে শিশুদের হত্যার জন্য দায়ী করা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশি আদালত টিউলিপ সিদ্দিকের সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে এবং তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
অন্যদিকে, ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দুর্নীতির অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।