ভারতে তুলসী গ্যাবার্ড সফরের মধ্যেই নাগপুরে হিন্দুত্ববাদীদের সহিংস তাণ্ডব, জারি ১৪৪ ধারা

ভারত সফররত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড (Tulsi Gabbard) এর সফরের মধ্যেই মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) শহরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সহিংস তাণ্ডব ছড়িয়ে পড়ে। সোমবার (১৭ মার্চ) মুঘল সম্রাট আওরঙ্গজেব (Aurangzeb) এর মাজার অপসারণের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad) এবং বজরং দল (Bajrang Dal) রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

খুলদাবাদে উত্তেজনা, সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি

নাগপুরের খুলদাবাদ এলাকায় স্থানীয় মুসলিমরা আওরঙ্গজেবের মাজার ঘিরে অবস্থান নিলে বিক্ষুব্ধ হিন্দুত্ববাদীরা মাজারের প্রতীকি কবর আগুনে পুড়িয়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে পুলিশ টিয়ারগ্যাস এবং ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
বিক্ষোভকারীরা ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের সাতটি গাড়িও পুড়িয়ে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

বাবরি মসজিদের মতো মাজার গুঁড়িয়ে দেওয়ার হুমকি

বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল নেতারা জানিয়েছেন, প্রয়োজনে বাবরি মসজিদের মতো মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার গুঁড়িয়ে দেওয়া হবে। তাঁদের দাবি, আওরঙ্গজেব ছিলেন অত্যাচারী শাসক এবং দাসত্বের প্রতীক।

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে তুলসী গ্যাবার্ড

এই ঘটনার মধ্যেই ভারত সফরে থাকা তুলসী গ্যাবার্ড (Tulsi Gabbard) দিল্লি (Delhi)তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা এবং নয়াদিল্লি-ওয়াশিংটন সুরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।

এছাড়াও তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এর সঙ্গেও বৈঠক করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *