জাতীয় নাগরিক পার্টি (এনসিপি (National-Citizens-Party))’র আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid-Islam) স্পষ্ট করে জানিয়েছেন যে, তাদের দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh-Jamaat-e-Islami)’র কোনো ঘনিষ্ঠতা নেই। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ঘনিষ্ঠতার প্রসঙ্গ উত্থাপন
সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি (BNP), জামায়াত, এনসিপি—আমরা সবাই আওয়ামী লীগ (Awami-League) নেতাদের বিচারের দাবি জানাচ্ছি। তবে এর অর্থ এই নয় যে আমরা একে অপরের ঘনিষ্ঠ। যদি আমাদের মধ্যে ঘনিষ্ঠতা থাকতো, তাহলে আমরা জোট গঠন করতাম।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “এনসিপি ও জামায়াত সম্পূর্ণ ভিন্ন দল। তাদের এজেন্ডা আমাদের থেকে ভিন্ন। আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। জামায়াত আমাদের ঘনিষ্ঠ নয়।”
দাবি ও বিভ্রান্তির প্রসঙ্গ
নাহিদ ইসলাম ব্যাখ্যা দেন, “আমাদের কিছু দাবির মধ্যে মিল থাকতে পারে। বিশেষত, আমরা প্রথমে রাজনৈতিক সংস্কারের পক্ষে। গণপরিষদ প্রতিষ্ঠা এবং বৃহত্তর কাঠামোগত পরিবর্তনকে অগ্রাধিকার দেই। এ কারণে আমাদের মৌলবাদ নির্ভর বলে যেসব দাবি তোলা হচ্ছে, তা মিথ্যা আখ্যান প্রতিষ্ঠার চেষ্টা।”
তিনি উদাহরণ টেনে বলেন, “কেউ কেউ জুলাই অভ্যুত্থান (July-Uprising)’কে সন্ত্রাসী আন্দোলন (টেরোরিজম মুভমেন্ট) হিসেবে চিহ্নিত করছেন, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।”