অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য

দেশের পোশাক খাত নিয়ে ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল (Ananta Jalil) সম্প্রতি যে দাবি করেছেন, তা ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam)। তিনি স্পষ্ট করেন, দেশের ২৪০টি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা।

প্রেস সচিবের ফেসবুক পোস্ট

বুধবার (১৯ মার্চ) রাতে নিজের ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টে শফিকুল আলম বলেন, “অনন্ত জলিল (Ananta Jalil) সরকারের কাছ থেকে কিছু সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। তবে এর আগে তার সঠিক তথ্য জানা উচিত।” তিনি আরও বলেন, “পোশাক খাতে ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে বক্তব্য, তা মিথ্যা। একইভাবে প্রতিদিন বাংলাদেশি কারখানা বন্ধ হচ্ছে এবং হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলেও যে দাবি করেছেন, সেটিও অসত্য।”

প্রকৃত পরিসংখ্যান

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রকৃত চিত্র ভিন্ন। তিনি বলেন, “গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ (Industrial Police) রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে গাজীপুর (Gazipur), আশুলিয়া (Ashulia) ও সাভার (Savar) এলাকার প্রায় ৯৯ শতাংশ কারখানা খোলা রয়েছে।”

অনন্ত জলিলকে তথ্য উপস্থাপনের আহ্বান

সরকারের দেওয়া তথ্যকে অস্বীকার করলে অনন্ত জলিল (Ananta Jalil)-কে নিজস্ব তথ্য ও পরিসংখ্যান তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *