জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party (NCP)) (জাতীয়-নাগরিক-পার্টি) আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন চায়। তবে তা অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ ছাড়া নতুন সংবিধান ও সংবিধানের মৌলিক সংস্কার হয় না। সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই করতে হবে।দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার সম্পন্ন করে গণপরিষদ নির্বাচন ছাড়া রাষ্ট্রের কাঠামোতে মৌলিক পরিবর্তন সম্ভব নয়।
বরিশালে মতবিনিময় সভায় বক্তব্য
আজ বৃহস্পতিবার বরিশাল ক্লাব মিলনায়তনে দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ইফতারের আগে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, “গণপরিষদ ছাড়া নতুন সংবিধান ও সংবিধানের মৌলিক সংস্কার হয় না। এই সরকারের সময়েই সংস্কারের ভিত্তি গড়ে তুলতে হবে।”
ন্যূনতম সংস্কারের পক্ষে নয় এনসিপি
নাহিদ ইসলাম বলেন, “অনেকে ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাচ্ছেন। কিন্তু ন্যূনতম সংস্কার করে কিছু হয় না। আমাদের প্রয়োজন মৌলিক ও গুণগত সংস্কার। গণঅভ্যুত্থানে ছাত্রজনতা রক্ত দিয়ে এই সরকার প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রের পরিবর্তনের লক্ষ্যে এবং গণহত্যার বিচারের জন্য।”
পুরনো বন্দোবস্ত পরিবর্তনের ডাক
তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই ঐক্য ধরে রাখবো। তবে গণআন্দোলনের চেতনার সঙ্গে আপস করে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়বো না। পুরনো বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্তের যাত্রা শুরু হয়েছে। যেসব রাজনৈতিক দল পুরনো বন্দোবস্তে আটকে আছে, তারা পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে হারিয়ে যাবে।”
ছাত্রজনতা ও নতুন দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সারাদেশে ছাত্র সমন্বয়কদের চরিত্রহননের চেষ্টা চলছে এবং নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে। তিনি বলেন, “সবাইকে সচেতন থাকতে হবে। দলের কেউ অন্যায়ের সঙ্গে আপস করলে তাকে ছাড় দেওয়া হবে না। দখল বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তা বরদাশত করা হবে না।”
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি
সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ (Abdul Hannan Masud), জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা (Dr. Tasnim Zara)সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।