বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ৭ বছরের সাজা রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদ-এ আইনটি পাস হয়।
আইন পাসের বিস্তারিত
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, সংশোধিত আইনের ওপর উপদেষ্টা পরিষদে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়। অনুমোদিত খসড়া অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌন সম্পর্ককে আর আগের মতো ধর্ষণের সংজ্ঞায় রাখা হয়নি।
বলৎকারের নতুন সংজ্ঞা এবং ডিএনএ টেস্ট প্রসঙ্গ
আইনে নতুন করে বলৎকারের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ডিএনএ পরীক্ষা কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, সেটি নিয়েও আলোচনা হয়েছে।
শফিকুল আলম আরও জানান, নারী ও শিশু নির্যাতনের মামলার আওতায় এই বিষয়গুলো থাকবে। আইনটিতে এটি একটি আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা পরবর্তীতে আইন উপদেষ্টা দেবেন বলে জানান তিনি।
পার্বত্য জেলায় ছুটি
এছাড়া, চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় ছুটির সিদ্ধান্তের কথাও জানান শফিকুল আলম। তিনি বলেন, সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তা সহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীকেও এই ছুটির আওতায় আনা হবে।