সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো: নুরুল হক

গণঅধিকার পরিষদ (Gana Odhikar Parishad) সভাপতি নুরুল হক (Nurul Haque) বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী জনগণের পাশে না দাঁড়ালে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো।

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অভিযোগ

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর পুরানা পল্টন (Purana Paltan) এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে আওয়ামী লীগ (Awami League) নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবি জানানো হয়। নুরুল হক বলেন, ‘‘গণঅভ্যুত্থানের পর সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে? কিছু বুদ্ধিজীবী কৌশলে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায়, যা নৈরাজ্যের সৃষ্টি করতে পারে।’’

ছাত্র সমন্বয়কদের ভূমিকা নিয়ে অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক বলেন, ‘‘ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের ওপর।’’

তিনি আরও বলেন, ‘‘সরকারি সুযোগ-সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে, তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে চায়।’’

গণঅধিকার পরিষদের দাবি ও কর্মসূচি

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান (Md. Rashed Khan) বলেন, ‘‘আওয়ামী লীগের রাজনীতি বন্ধে ৫ আগস্টেই জনগণ রায় দিয়েছে। এখন নতুন করে জাতীয় ঐকমত্যের প্রয়োজন নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি।’’

সমাবেশ শেষে গণঅধিকার পরিষদ একটি গণমিছিল বের করে, যা পুরানা পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব (National Press Club) প্রদক্ষিণ করে দলের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, শনিবার (২২ মার্চ) ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে উপস্থিত নেতারা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান (Shakil Uzzaman) এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন—
– উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান
– হাসান আল-মামুন
– ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন
– যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন
– ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিন মোল্লা
– শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *