সারজিস-হাসনাতের পোস্টে ভীষন চটেছেন হান্নান মাসউদ

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পোস্ট ঘিরে উত্তপ্ত এনসিপি

সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party) – এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম (Sargis Alam) এর বৈঠকের পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এবার এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানালেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ (Abdul Hannan Masud)। 

ফেসবুকে স্ট্যাটাস ঘিরে বিতর্ক

রোববার (২৩ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সারজিস আলম। ওই পোস্টে তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজের অভিমত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। এরপর সেই পোস্টের মন্তব্যের ঘরে তীব্র প্রতিক্রিয়া জানান আবদুল হান্নান মাসউদ।

“দুইজনের একজন মিথ্যে বলছেন” – হান্নান মাসউদ

হান্নান মাসউদ মন্তব্যে লেখেন, “এসব কি ভাই!! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। দলের গুরুত্বপূর্ণ পদে থেকে আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করছেন, তাতে এনসিপি বিতর্কিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা!!! সরি, আর চুপ থাকতে পারলাম না।”

এনসিপির অভ্যন্তরে অস্থিরতা?

হান্নান মাসউদের এই বক্তব্যে স্পষ্টতই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এনসিপির ভেতরে কোনো মতানৈক্য বা বিভক্তি তৈরি হচ্ছে। এই ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *