সুলতানি-মোঘল আমলের মতো ঈদ মিছিল হবে ঢাকায়: আসিফ মাহমুদ

রাজধানীতে ঐতিহ্যবাহী ঈদ মিছিল ও মেলা আয়োজন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (Dhaka North City Corporation) আয়োজিত ঈদ জামাত অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। সেখানে কয়েক লাখ মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্য অনুযায়ী ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া, ফ্যাসিস্ট সরকার-পরবর্তী সময়ে ঈদ আনন্দকে নতুন আঙ্গিকে সাজিয়ে ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টার বক্তব্য

রোববার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ (Asif Mahmud), স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, এসব তথ্য জানান। নগর ভবনের বুড়িগঙ্গা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ঈদ উদযাপনকে নতুনভাবে সাজাতে চাই। আগে ঈদ ছিল সামাজিক উৎসব, কিন্তু এখন এটি ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সীমিত হয়ে যাচ্ছে। তাই আমরা কেন্দ্রীয়ভাবে ঈদ আয়োজন করছি।”

তিনি আরও বলেন, গ্রামীণ ঈদগাহের পাশে যেমন ছোট মেলা হয়, তেমনই একটি ঈদ মেলা থাকবে, যেখানে শিশু-কিশোররা অংশ নিতে পারবে। এছাড়া, ঐতিহ্য ফিরিয়ে আনতে সুলতানি আমল ও আঠারো শতকের মতো ঈদ মিছিল আয়োজন করা হবে।

ঈদগাহের বিকল্প আয়োজন

উপদেষ্টা আরও জানান, ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দান (National Eidgah Maidan)-এ প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হলেও উত্তর, মিরপুর ও মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের জন্য এই বিকল্প আয়োজন করা হচ্ছে।

এ আয়োজনে দক্ষিণ সিটির মুসল্লিরাও ঈদের নামাজ শেষে অংশ নিতে পারবেন। যদিও এ বছর শুধু রাজধানীতে আয়োজন সম্ভব হচ্ছে, আগামী বছর থেকে জাতীয়ভাবে ঈদ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিশাল পরিসরে ঈদের জামাত

মোহাম্মদ এজাজ (Mohammad Ejaz), ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, জানান যে,

  • সকাল ৮টায় পুরাতন বাণিজ্য মেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
  • বিশাল মাঠে কয়েক লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
  • মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে।
  • ঐতিহ্যবাহী ঈদ মিছিলের অংশ হিসেবে হাতি, ঘোড়া ও ব্যান্ড পার্টি থাকবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ নগরবাসীকে এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন,

“আসুন আমরা একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং ঐতিহ্যবাহী ঈদ মিছিলে অংশ নিই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *