আমার বাংলাদেশ (এবি) পার্টি (Amar Bangladesh (AB) Party) জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। সোমবার (২৪ মার্চ) বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনের আয়োজন
সোমবার এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার) আনোয়ার সাদাত টুটুল এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়েছে, গতকাল (২৩ মার্চ) রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (Barrister Asaduzzaman Fuad) গ্রেপ্তারের খবরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
দলের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন
এ বিষয়ে দলটির অবস্থান পরিষ্কার করতে এবং পরিস্থিতি পর্যালোচনা করে বিস্তারিত জানানোর জন্য সোমবার দুপুর ২টায় বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে (লেভেল ৪, সায়হাম স্কাইভিউ টাওয়ার, ৪৫ বিজয় নগর) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (Mojibur Rahman Manju) এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
গুজব নাকচ করলেন মজিবুর রহমান মঞ্জু
এর আগে রবিবার (২৩ মার্চ) মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন। তবে এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, এই তথ্য সঠিক নয়।