অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব তলব

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর (NBR)) জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ (Mahfuz Ahmed) ও তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাব তলব করেছে। রোববার (২৩ মার্চ) এনবিআরের গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি (CIC)) থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে

একই সঙ্গে মাহফুজ আহমেদের শ্বশুর, জাতীয় পার্টির (Jatiya Party) চেয়ারম্যান জি এম কাদের (GM Quader) ও শাশুড়ি শরীফা কাদের (Sharifa Quader) এর ব্যাংক হিসাব তলব করা হয়েছে। চিঠিতে তাদের নিজ নামে বা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত সাত কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কী ধরনের হিসাবের তথ্য চাওয়া হয়েছে?

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই চারজনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদী আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি একাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংসের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে হবে।

জি এম কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

এর আগে একইদিন সিআইসি থেকে জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদের এর ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে চিঠি দেওয়া হয়।

Show Comments