সেনাবাহিনীর সদস্যদের সতর্ক করে যা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (General Waker-Uz-Zaman ) সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করেছেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, পবিত্র রমজান মাসেও সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন। তবে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেন তিনি এবং সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ আয়োজন

আজ সোমবার সকালে ঢাকার সেনানিবাস (Cantonment )-এ ‘অফিসার্স অ্যাড্রেস’ শীর্ষক একটি বিশেষ সভায় সেনাপ্রধান এসব কথা বলেন। সভায় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, পাশাপাশি অন্যান্য সেনা স্থাপনায় কর্মরত কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR )-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, ‘অফিসার্স অ্যাড্রেস’ সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমের একটি অংশ।

রমজানে কঠোর দায়িত্ব পালন অব্যাহত

সভায় সেনাপ্রধান জানান, রমজান মাসে অনেক সেনাসদস্য ক্যাম্পের বাইরে ইফতার করলেও তাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা আসেনি। সেনাবাহিনীর ধৈর্যশীলতা ও পেশাদারিত্ব বিভিন্ন উসকানির মধ্যেও অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “সেনাবাহিনী কোনো অস্ত্রের যুদ্ধ নয়, বরং নৈতিকতা, প্রজ্ঞা, সম্মান ও হিকমার ওপর ভিত্তি করে কাজ করে চলেছে।” সেনাবাহিনীর চূড়ান্ত লক্ষ্যের বিষয়ে তিনি বলেন, “আমাদের বিজয় হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে যাওয়া।”

জাতিসংঘের প্রশংসা ও আন্তর্জাতিক স্বীকৃতি

সেনাপ্রধান জানান, জাতিসংঘ মহাসচিব (UN Secretary-General ) বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অসাধারণ কর্মদক্ষতার প্রশংসা করেছেন। এছাড়া, ৫ আগস্টের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে সেনাবাহিনীর দক্ষতাকেও স্বীকৃতি দিয়েছেন।

উগ্রপন্থা ও ভুল তথ্য প্রচার নিয়ে সতর্কবার্তা

উগ্রপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, “উগ্রপন্থীরা যাতে কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে দেশকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না।”

সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “উসকানিমূলক বক্তব্যে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। এতে উসকানিদাতারাই লাভবান হবে। ভুল তথ্য, অপতথ্য ও মিথ্যা তথ্য ছড়ানো হবে। গুজবে বিভ্রান্ত হবেন না। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

অপরাধ পরিস্থিতি ও সেনাবাহিনীর ভূমিকা

সেনাপ্রধান জানান, দেশের সামগ্রিক অপরাধের হার পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় একই থাকলেও কিছু দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।

আহত শিক্ষার্থীদের জন্য সহায়তা ও মানবিক উদ্যোগ

জুলাই অভ্যুত্থান (July Uprising )-এ আহত শিক্ষার্থীদের বিষয়ে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছে। পাশাপাশি, আহত শিক্ষার্থীদের আর্থিক সুবিধার ব্যবস্থাও করা হবে।

বৃহৎ ইফতার আয়োজন

সেনাপ্রধান দশম ইনফ্যান্ট্রি ডিভিশন (10th Infantry Division )-এর প্রশংসা করেন। তিনি জানান, এই ডিভিশন প্রায় ৭০ হাজার মানুষের জন্য বিশাল ইফতারের আয়োজন করেছে, যা সম্পূর্ণ মানবকল্যাণের উদ্দেশ্যে করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *