বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – জাতীয় নাগরিক পার্টি’র বিভক্তি: প্রকট হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement) এবং জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) এর নেতৃত্ব নিয়ে বিভক্তি এবং অভ্যন্তরীণ টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। সংগঠনটির আহ্বায়ক কমিটি ও নির্বাহী কমিটির একটি অংশ, যারা বাগছাস (NCP) এর সঙ্গে সম্পৃক্ত হয়নি, তারা সম্প্রতি একটি ইফতার মাহফিল আয়োজন করে।

সংগঠনের অভ্যন্তরীণ সংকট

আয়োজকদের দাবি, তারা সকলকে অনুষ্ঠানে সম্পৃক্ত করতে চেয়েছিলেন, তবে বারবার যোগাযোগের পরও কিছু সাবেক নেতাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাদের অভিযোগ, এই নেতারা সংগঠনের বর্তমান কাঠামোকে নিষ্ক্রিয় করে দিতে চেয়েছেন, যাতে এটি কার্যকর কোনো প্ল্যাটফর্ম হিসেবে টিকে না থাকে। এমনকি, তারা সংগঠনকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (NGO) মতো রূপ দিতে চাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

নেতৃত্বের দ্বন্দ্ব ও সমালোচনা

আয়োজকদের মতে, যখন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা নিজেদের উদ্যোগে ইফতার আয়োজন করেন, তখনই তাদের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়—”কার অনুমতি নিয়ে এই আয়োজন করা হচ্ছে?” এছাড়া, নির্দিষ্ট কিছু ব্যক্তিকে কেন আয়োজনে নেতৃত্বে রাখা হয়নি, সে নিয়েও আপত্তি তোলা হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন শেষ মুহূর্তে আয়োজকদের কাছে দাবি আসে যে “প্রোগ্রাম পিছিয়ে দিতে হবে।” আয়োজকদের ভাষ্যমতে, তারা এই দাবির বিরুদ্ধে অবস্থান নিলে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয় এবং একেকজনকে একেকভাবে অপমানজনক মন্তব্য শোনানো হয়।

সংগঠনের ভবিষ্যৎ ও প্রতিবাদ

আয়োজকদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এবিষয়ে তিনি বলেন,

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পেইজকে ব্যবহার করে এত কষ্ট করে করা আয়োজনকে নষ্ট করার নোংরা খেলা শুরু হলো। এই হচ্ছে অবস্থা!!!

গণঅভ্যুত্থানরে কারা রক্ষা করতে চায় আর কারা বাজারে বেচে আখের গুছাতে চায় এই ধরনের নোংরামি কোরামবাজির পলিটিক্স থেকে স্পষ্ট হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থাকবে, প্রোগ্রাম হবে। এটা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম।

অভ্যুত্থান কারো বাপের সম্পত্তি না, প্ল্যাটফর্ম কারো বাপের সম্পত্তি না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *