নুর-রাশেদ সহ গণঅধিকার পরিষদের ৬ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই মামলা

খুলনায় পঞ্চবীথি ক্লাব (Panchabithi Club](https://tazakhobor.com/tag/panchabithi-club)) দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদ (Ganadhikar Parishad) এর কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু (Dakshu) র সাবেক ভিপি **নুরুল হক নুর (Nurul Haque Nur)**সহ ছয় নেতার বিরুদ্ধে পাল্টা দুটি মামলা হয়েছে। সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Baishamya Birodhi Chhatra Andolon) এর খুলনা (Khulna) মহানগরীর যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার (Naeem Hawlader) বাদী হয়ে একটি এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ (Sheikh Sakib Ahmed) বাদী হয়ে খুলনা সদর থানায় (Khulna Sadar Thana) আরেকটি মামলা করেন।

এর মধ্যে নাঈম হাওলাদার (Naeem Hawlader) এর মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন নুরুল হক নুর (Nurul Haque Nur), গণঅধিকার পরিষদ (Ganadhikar Parishad) এর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস কে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জনিতাইজুল ইসলাম

শেখ সাকিব আহমেদ (Sheikh Sakib Ahmed) এর মামলায়ও আসামি চারজন। সেখানে রাশেদ ও জনির সঙ্গে গণঅধিকার পরিষদ (Ganadhikar Parishad) এর খুলনা (Khulna) মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেলহিরোন নামের দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত ২১ মার্চ এস কে রাশেদ বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Baishamya Birodhi Chhatra Andolon) এর খুলনা জেলা কমিটি (Khulna District Committee) র সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, মহররম মাহীম, যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানি ও কেন্দ্রীয় সদস্য রুমি রহমান এর বিরুদ্ধে মামলা করেছিলেন।

স্থানীয়রা জানান, নগরীর শান্তিধাম মোড় (Shantidham Mor)গণপূর্ত অধিদপ্তর (Public Works Department) এর সরকারি ভবনে পঞ্চবীথি ক্রীড়া চক্র (Panchabithi Krira Chakra) নামে একটি ক্লাব ছিল। ২৭ জানুয়ারি ভবনটি দখল করে গণঅধিকার পরিষদ (Ganadhikar Parishad) এর কার্যালয় স্থাপন করা হয়। এর নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদ (Ganadhikar Parishad) এর খুলনা (Khulna) মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে রাতেই রাশেদকে অব্যাহতি দেওয়া হয়।

১৮ মার্চ সন্ধ্যার পর থেকেই ভবনটির দখল উচ্ছেদের ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Baishamya Birodhi Chhatra Andolon)জাতীয় নাগরিক কমিটিখুলনা (Khulna) র নেতাকর্মীরা ফেসবুকে বার্তা ছড়ান। রাত ৯টার দিকে তারা ভবন উদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *