জাতীয় নাগরিক পার্টি (NCP)–তে কোনো ধরনের সমন্বয়হীনতা নেই বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন (Akhtar Hossain)। তিনি বলেন, গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতারা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন। এটি কোনো একক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়।
রংপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
বৃহস্পতিবার দুপুরে রংপুর (Rangpur) নগরীর মাহিগঞ্জ (Mahiganj) এলাকায় এক শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আখতার হোসেন।
সম্প্রতি দলের উত্তরাঞ্চল (Northern Region) মুখ্য সংগঠক সারজিস আলম (Sarjis Alam) নিজ এলাকা পঞ্চগড় (Panchagarh)-এ শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন করেন। পরে এনসিপির দুই নেতা ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, “যদি কেউ নিজস্ব ব্যবস্থাপনায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি পালন করেন, সেটি আমরা দলগতভাবে পর্যালোচনা করব। অনেকে ভাবতে পারেন দলের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে, কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়।”
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি
আখতার হোসেন অভিযোগ করে বলেন, বিগত আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ (Awami League) যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার কারণে দলটির দেশের রাজনীতিতে কোনো জায়গা থাকা উচিত নয়। তিনি আরও বলেন, জাতীয় পার্টি (Jatiya Party) ও আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি এবং ইনক্লুসিভ নির্বাচনের উপাদান হতে পারে না।
নির্বাচনী প্রস্তুতি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রস্তুতি প্রসঙ্গে আখতার হোসেন জানান, দলীয় মুখ্য সংগঠকরা সারাদেশে কমিটি গঠনের কাজ শুরু করেছেন এবং এতে জনগণের ভালো সাড়া মিলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, স্বল্প সময়ের মধ্যেই এনসিপি নির্বাচনের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারবে।
রংপুরে আখতার হোসেনের শোভাযাত্রা
সদস্য সচিব হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো রংপুর সফরে আসেন আখতার হোসেন। দুপুরে নগরীর সাতমাথা (Satmatha) এলাকা থেকে ভ্যানযোগে জনসংযোগ শুরু করেন তিনি। পরে তাঁর সংসদীয় এলাকা কাউনিয়া (Kaunia) ও পীরগাছা (Pirgacha) উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দুই শতাধিক শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাগুলো দেউতি (Deuti)–কদমতলী (Kadamtali)–পীরগাছা সদর (Pirgacha Sadar)–কালীগঞ্জ পাওটানা (Kaliganj Pawtana) হয়ে কাউনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা টেপামধুপুর (Tepamdhupar) এলাকায় গিয়ে ইফতার মাহফিলে অংশ নেয়।