অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’-এর মাধ্যমে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ (Awami League) সভাপতি শেখ হাসিনা (Sheikh Hasina)সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (Awami League)-এর সহ-সভাপতি ড. রাব্বি আলম (Dr. Rabbi Alam)কে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৫০৩ জন অনলাইন মিটিং অংশগ্রহণকারীকে এ মামলায় আসামি করা হয়েছে।
মামলার প্রেক্ষাপট
সিআইডি (CID)-এর বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান (Jasim Uddin Khan) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতায় অধিষ্ঠিত করার পরিকল্পনা করা হয়। ওই মিটিংয়ে অংশগ্রহণকারী অনেকেই শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মিটিংয়ের বিস্তারিত
জানা গেছে, দেশ-বিদেশ থেকে মোট ৫৭৭ জন ব্যক্তি ওই জুম (Zoom) মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনাকে সমর্থন এবং তার নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি দেন।
মামলার এজাহারে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (Awami League)-এর সহ-সভাপতি ড. রাব্বি আলম (Dr. Rabbi Alam) ওই অনলাইন সভার হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কথোপকথনের ভয়েস রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার সুযোগ না দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক আলোচনা হয়েছে।
আদালতের আদেশ
মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত (Dhaka Chief Metropolitan Magistrate’s Court)-এ দায়ের করা হলে আদালত তা আমলে নেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।