হান্নানের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) (Anti-Corruption Commission) বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান (Sheikh Abdul Hannan) এর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

সম্পদের অনুসন্ধানে দুদকের অভিযান

দুদক এর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এয়ার চিফ মার্শাল (অব.) হান্নান তার কর্মজীবনে দুর্নীতি, ঘুষ গ্রহণ, এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। এসব অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। এরপর এবার তার সম্পদের অনুসন্ধানেও নামে দুদক।

উপ-পরিচালক তানজির হাসিব সরকারের নেতৃত্বে গঠিত অনুসন্ধান দলটি রাজধানীর নিকুঞ্জ (Nikunj) এলাকায় একটি চারতলা বাড়ির খোঁজ পেয়েছে, যা আগে দুটি ফ্ল্যাট বলে সন্দেহ করা হয়েছিল।

বসুন্ধরায় সাততলা বাড়ি, মালিকানা প্রশ্নবিদ্ধ

বসুন্ধরা আবাসিক এলাকা (Bashundhara Residential Area) তেও একটি সাততলা বাড়ির খোঁজ পেয়েছে অনুসন্ধান দল, যেটি সরাসরি হান্নানের নামে না হলেও তিনি অর্থায়ন করেছেন বলে জানা গেছে। এখনো বাড়িটির বাজারমূল্য নির্ধারণ সম্ভব হয়নি।

অনুসন্ধানে জোর

অনুসন্ধান শুরুর পর জেলা রেজিস্ট্রার কার্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো সেইসব চিঠির উত্তর আসেনি। অনুসন্ধান কর্মকর্তারা ধারণা করছেন, শেখ আব্দুল হান্নানের আরও অপ্রকাশিত সম্পদ রয়েছে।

নিয়োগ বাণিজ্য ও কমিশন মানি

বিমান বাহিনীর প্রধান থাকা অবস্থায় পুরনো ১৪টি ভবন ভেঙে নতুন নির্মাণের আদেশ দেন হান্নান। এতে একজন নির্দিষ্ট ঠিকাদারকে দায়িত্ব দেয়া হয় এবং চুক্তিতে ‘কমিশন মানি’ ছিল ৫-৩০ শতাংশ পর্যন্ত। এছাড়া বাহিনীতে নিয়োগেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধান নির্দেশ

দুদক এর মহাপরিচালক মো. আক্তার হোসেন (Md. Akhter Hossain) এক সংবাদ সম্মেলনে জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে। এই অভিযোগগুলোতে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার, ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের বিষয় রয়েছে।

অবস্থান কাতারে, সন্তানের অবস্থান কানাডায়

অনুসন্ধান কর্মকর্তাদের ধারণা, বর্তমানে হান্নান কাতারে অবস্থান করছেন এবং তার এক সন্তান কানাডা (Canada) তে পড়াশোনা করছে। তথ্যসূত্র : মানবজমিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *