তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি’র আলোকে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ‘গ্রিন গ্রোথ’ প্রকল্পের উদ্বোধন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি (New Jersey) সরকার বিএনপি (BNP)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর অর্থনৈতিক নীতির আদলে ‘গ্রিন গ্রোথ’ নামের একটি পাইলট প্রকল্প চালু করেছে। প্রকল্পটির মূল স্লোগান হিসেবে রাখা হয়েছে ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দিবে স্বচ্ছলতা’—যা জিয়াউর রহমান ফাউন্ডেশন (Ziaur Rahman Foundation) (জেডআরএফ)-এর বহুল ব্যবহৃত স্লোগান।

প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তবায়ন

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিউজার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটি (New Jersey Economic Development Authority)-এর অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি (Bangladesh Association of South Jersey)-এর তত্ত্বাবধানে নিউজার্সির আটলান্টিক সিটি (Atlantic City)তে দুই বছরের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সাউথ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির কার্যক্রম তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন বিএএসজে প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবুল, প্রকল্পের রাইটার ও ইনিশিয়েটর আশিক ইসলাম, সেক্রেটারি জাকিরুল ইসলাম, এবং ট্রাস্টি চেয়ারম্যান মো. রফিক। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কার্যক্রমের বিস্তারিত

বিএএসজে প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবুল জানান, প্রকল্পের মূল লক্ষ্য পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক উন্নয়ন এবং আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। প্রথম পর্যায়ে ৩০ জন নারীকে প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। তারা নিজ বাসার আঙিনা, খোলা জায়গা বা বারান্দায় সবজি উৎপাদন করবেন। প্রয়োজনীয় সরঞ্জাম, প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের দায়িত্ব পালন করবে ‘গ্রিন গ্রোথ’ প্রকল্প। উৎপাদিত ফসলের ৬৫% লাভ উৎপাদক পাবেন এবং বাকি ৩৫% লাভ প্রকল্পের খাতে বরাদ্দ থাকবে। প্রতি বছর সেরা ৩ জন উৎপাদককে বিশেষ আর্থিক পুরস্কার দেওয়া হবে।

প্রকল্প অনুমোদনের প্রেক্ষাপট

প্রকল্পটির ইতিহাস তুলে ধরে আশিক ইসলাম জানান, বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সরকার খাদ্য নিরাপত্তায় তিন ধাপে ৪, ১৩ এবং ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে নিউজার্সির ২১টি কাউন্টির মধ্যে আটলান্টিক কাউন্টির আটলান্টিক সিটিকে পাইলট প্রকল্পের জন্য নির্বাচিত করা হয়। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ৫২টি নন-প্রোফিট প্রতিষ্ঠান প্রস্তাবনা জমা দেয়, যার মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রস্তাব অনুমোদন লাভ করে।

তিনি আরও জানান, ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দিবে সচ্ছলতা’ কর্মসূচির অভিজ্ঞতা থেকেই এই প্রকল্পের নকশা করা হয়েছে। আশিক ইসলাম বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং নিম্ন আয়ের মানুষের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিদর্শন করেছেন এবং প্রকল্পটির প্রশংসা করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠান

অনুষ্ঠানের শুরুতে আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র (Marty Small Sr.) ফিতা কেটে ‘গ্রিন গ্রোথ’ প্রকল্পের গাড়ির উদ্বোধন করেন। তিনি বলেন, “এটি একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প যা তৃণমূল মানুষের কল্যাণে কাজ করবে এবং সকল শ্রেণির মানুষ উপকৃত হবেন।”

পূর্ব অভিজ্ঞতা

উল্লেখ্য, ২০০৩ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমান-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দিবে সচ্ছলতা’ কর্মসূচি চালু হয়। সেই কর্মসূচির আওতায় বাংলাদেশের বিভিন্ন জেলায় দরিদ্র পরিবারদের হাঁস-মুরগি, গরু-ছাগল, মাছের পোনা, সবজি বীজ, কৃষি উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে রাজশাহীতে ৬১৩টি, বরিশালে ৮৬৮টি, কক্সবাজারে ৭২০টি, চাঁপাইনবাবগঞ্জে ৭০২টি, ঝিনাইদহে ৪৯৮টি, জামালপুরে ২৩৮টি, নোয়াখালীতে ২১৪টি এবং শেরপুরে ১২৯টি পরিবারকে স্বচ্ছলতার আওতায় আনা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *