সরি, এটা আপনাদের দায়িত্ব নয়: সংস্কার প্রশ্নে আমীর খসরু

বিএনপি (BNP)’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury) বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি। জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া এই সংগ্রামের সমাপ্তি হবে না।

সংস্কার প্রশ্নে আমীর খসরুর মন্তব্য

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম (Chattogram)’র চিটাগং ক্লাবে আয়োজিত এক ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যাঁরা শেখ হাসিনা (Sheikh Hasina)’র সুরে কথা বলছেন, তাঁরা বলছেন, আমরা সংস্কার করব, বিনিয়োগের ব্যবস্থা করব—এসব কথা শেখ হাসিনার মুখে আগেও শোনা গেছে। তিনি বলতেন, উন্নয়ন করছেন, নির্বাচনের দরকার নেই। অথচ এর মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।’

সংস্কারের দায়িত্ব কার?

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখন বলা হচ্ছে, আমরা চলে গেলে রাজনীতিবিদেরা সংস্কার করবে না, তাই এখনই করতে হবে। কিন্তু সরি, এটা আপনাদের দায়িত্ব নয়। আগামী দিনে জনগণ যাদের নির্বাচিত করবে, তারাই এ দায়িত্ব পালন করবে।’

দ্রুত নির্বাচনের দাবি

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে দিন। ভোটাধিকার ফিরিয়ে দিন। দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ ও সরকার গঠন করবে।’

তিনি জানান, বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। আগামী নির্বাচনের পর জাতীয় সরকারের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রতি আহ্বান

ইফতার ও মতবিনিময় আয়োজনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি পরিবর্তিত হবে। সেই পরিবর্তন ধারণ করেই সাংবাদিকদের কাজ করতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *