প্রায় এক দশক পর কিছুটা স্বস্তির সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) নেতারা। দলের বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিবারের সঙ্গে ঈদ পালন করবেন বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।
শুক্রবার (২৮ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মুজিবুল আলম (Mujibul Alam) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোথায় ঈদ করবেন জামায়াত নেতারা?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman) ঢাকায় নিজ বাসায় ঈদ উদযাপন করবেন। নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান (Mujibur Rahman) মক্কায়, নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (Dr. Syed Abdullah Md. Taher) কুমিল্লার চৌদ্দগ্রাম (Chouddagram) উপজেলায় নিজ বাড়িতে ঈদ পালন করবেন।
এছাড়া,
– সাবেক সংসদ সদস্য মাওলানা শামসুল ইসলাম (Maulana Shamsul Islam) চট্টগ্রামের সাতকানিয়া (Satkania) উপজেলায় নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন।
– সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (Prof. Mia Golam Parwar) খুলনার খানজাহান আলী (Khan Jahan Ali) থানায় নিজ বাসায় ঈদ করবেন।
– সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম (ATM Masum) কুমিল্লার লাকসাম (Laksam) উপজেলার নারায়ণপুর (Naraynpur) গ্রামে ঈদ উদযাপন করবেন।
– সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (Maulana Rafiqul Islam Khan) সিরাজগঞ্জের উল্লাপাড়া (Ullapara) উপজেলার নওকৈড় (Nawkoir) গ্রামে ঈদ পালন করবেন।
– সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ (Hamidur Rahman Azad) ঢাকার বসুন্ধরা (Bashundhara) এলাকায় ঈদ করবেন।
– এড. এহসানুল মাহবুব জুবায়ের (Adv. Ehsanul Mahbub Zubair) মক্কায়, এবং
– এড. মোয়াজ্জম হোসাইন হেলাল (Adv. Moazzam Hossain Helal) বরিশালে নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন।
এছাড়া, মাওলানা মো. শাহজাহান (Maulana Md. Shahjahan) চট্টগ্রাম মহানগরীতে এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ (Adv. Matiur Rahman Akand) ঢাকার উত্তরা (Uttara) এলাকায় ঈদ উদযাপন করবেন।