দেড়যুগ পরে মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ বিএনপি নেতাকর্মীদের

দীর্ঘ দেড় যুগ পর মুক্ত পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সুযোগ পাচ্ছেন বিএনপি (BNP) নেতাকর্মীরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনার (Sheikh Hasina) পতনের পর এবারের ঈদ তাদের জন্য বিশেষ আনন্দের। অধিকাংশ নেতা ও কর্মী নিজ নিজ এলাকায় ফিরে পরিবার ও দলের কর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

খালেদা জিয়া (Khaleda Zia) দীর্ঘ ছয় বছর পর লন্ডনে তার ছেলে তারেক রহমান (Tarique Rahman), পুত্রবধূ, আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে ঈদ উদযাপন করবেন। দলের অধিকাংশ সিনিয়র নেতা ঢাকায় ঈদ করবেন, তবে ঈদের পরদিন নিজ নিজ নির্বাচনী এলাকায় শুভেচ্ছা বিনিময়ে যাবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন এবং পরে জিয়াউর রহমানের (Ziaur Rahman) সমাধিতে দোয়া মাহফিলে অংশ নেবেন। দলের অন্যান্য সিনিয়র নেতা যেমন খন্দকার মোশাররফ হোসেন (Khandaker Mosharraf Hossain), মির্জা আব্বাস (Mirza Abbas), নজরুল ইসলাম খান (Nazrul Islam Khan), আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury) এবং সেলিমা রহমান (Selima Rahman) ঢাকায় ঈদ করবেন।

দীর্ঘদিন ফেরারি জীবন কাটানো অনেক নেতাই এবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। সুলতান সালাউদ্দিন টুকু (Sultan Salahuddin Tuku) জানালেন, এবার তিনি নেতাকর্মীদের পাশাপাশি পরিবারের জন্যও সময় রাখছেন। একইভাবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু (Abdus Salam Pintu) দীর্ঘ ১৭ বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

এদিকে, কারাগারে থেকেই ঈদ পালন করবেন কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর।

নেতাকর্মীরা জানান, বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা এখন থেকেই নির্বাচনী এলাকায় সক্রিয় হয়েছেন। জনসংযোগ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছেন। আগামী নির্বাচনের প্রস্তুতি মাথায় রেখেই তারা মাঠে নেমেছেন। ফলে এবারের ঈদের সঙ্গে মিশে আছে নির্বাচনী আমেজও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *