সিলেটে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ (Chhatra League) ও শ্রমিকলীগ (Sramik League)-এর ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর পাঠানঠুলার মতিন টাওয়ারের বিসমিল্লাহ আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
আটকের ঘটনা
জানা গেছে, বুধবার সকালে সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিলের পর বিকেলে তারা গোপন বৈঠক করছিল। এ সময় মহানগর যুবদল (Jubo Dal) ও স্বেচ্ছাসেবক দল (Swecchasebak Dal)-এর নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তারা পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা
আটককৃতরা হলেন—
– মহানগর শ্রমিকলীগের সদস্য ও পাঠানটুলার বাসিন্দা মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০)
– জালালাবাদ থানার রমনী মোহন করের ছেলে রবিন কর (২৩)
– দিরাইয়ের ভাটিপাড়ার বাসিন্দা জহিরুল হক (১৯)
– দিরাইয়ের মাটিয়াপুরের বাসিন্দা সোহেল আহমেদ সানি (২৫)
– নগরীর নাইওরপুলের বাসিন্দা মো. ফাহিম আহমেদ (২৩)
পুলিশের বক্তব্য
সিলেট মেট্রোপলিটন পুলিশ (Sylhet Metropolitan Police)-এর অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, “বুধবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়ে মিছিল করেছে। আমরা এখন পর্যন্ত চার ছাত্রলীগ কর্মী ও এক শ্রমিকলীগ নেতাকে আটক করেছি। বাকি আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।”