বিএনপির মাইনাস কৌশলের সমালোচনা করে কঠোর বার্তা দিলেন শাহ মাহফুজুল হক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (Bangladesh Islami Chhatra Shibir) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও নোয়াখালী-৬ হাতিয়া (Noakhali-6, Hatiya) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক (Advocate Shah Mahfuzul Haque) বিএনপির প্রতি তীব্র সমালোচনা করে বলেছেন, “বিএনপি আজ আমাদের মাইনাস করতে চায়। কিন্তু আমরা যারা শহীদদের রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে এখানে এসেছি, তারা আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করব না।”

জামায়াতের ঈদ পুনর্মিলনীতে বক্তব্য

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় চরকৈলাশ হাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় জামায়াতের হাতিয়া উপজেলা ও পৌরসভা শাখার আয়োজিত ঈদ পুনর্মিলনীতে বক্তব্য রাখেন মাহফুজুল হক। তিনি বলেন, “২৮ অক্টোবর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্টন পর্যন্ত আন্দোলনে অংশ নিতে গিয়ে পাঁচবার কালেমা পড়েছি, অনেক সাথী শহীদ হয়েছেন। সামনে আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে।”

আওয়ামী লীগের বিরুদ্ধেও কঠোর বক্তব্য

আওয়ামী লীগকে ‘শত্রু’ আখ্যা দিয়ে তিনি বলেন, “তারা সুযোগ পেলে আমাদের ধ্বংস করে দেবে। আমাদের আন্দোলন শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। এই আন্দোলন নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।”

তিনি আরও বলেন, “এই আন্দোলনের জন্য দেলোয়ার হোসেন সাঈদী (Delwar Hossain Sayeedi) বিনা অপরাধে ১৩ বছর কারাগারে ছিলেন, মীর কাশেম আলী (Mir Quasem Ali) হাসিমুখে জীবন দিয়েছেন, শত শত ভাই শাহাদাতবরণ করেছেন। এই আন্দোলন যেন আমাদের কারও দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।”

নেতাকর্মীদের প্রতি আহ্বান

শাহ মাহফুজুল হক বলেন, “সকলকে সংগঠনের সিদ্ধান্ত মেনে চলতে হবে। আন্দোলনের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা জামায়াতের আমির বোরহানুল ইসলাম (Borhanul Islam) এবং সঞ্চালনায় ছিলেন পৌরসভা আমির মুহা. তাওফীকুল ইসলাম (Muha. Tawfiqur Islam)। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট জহিরুল হক (Adv. Zahirul Haque), নায়েবে আমির মাও. এ.ইউ.এম ইদ্রিস (Maulana A.U.M Idris), উপজেলা সেক্রেটারি মাও. নূর উদ্দিন মেশকাত (Maulana Nur Uddin Meshkat) প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *