ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যে নিয়ে এবার যা বললেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

চীন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ খ্যাত সাতটি রাজ্য নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। তিনি ওই অঞ্চলকে স্থলবেষ্টিত বলে অভিহিত করেন এবং বাংলাদেশকে তাদের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন।

ড. ইউনূসের এ বক্তব্যের পর ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) কড়া প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে এবং এটি বিমসটেক অঞ্চলের সংযোগকেন্দ্র হিসেবে কাজ করছে।

জয়শঙ্করের প্রতিবাদ

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ড. ইউনূসের মন্তব্যের জবাবে জয়শঙ্কর ভারতের ৬,৫০০ কিলোমিটার উপকূলরেখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিমসটেকের জন্য ‘সংযোগ কেন্দ্র’ হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা সচেতন যে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা একটি অপরিহার্য পূর্বশর্ত।’

বিতর্কের সূত্রপাত

গত মাসে চীন সফরে গিয়ে ড. ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত এই সাতটি রাজ্য স্থলবেষ্টিত এবং সমুদ্রে প্রবেশের একমাত্র সুযোগ বাংলাদেশ। তিনি আরও বলেন, এই অঞ্চল চীনা অর্থনীতির সম্প্রসারণেরও সুযোগ তৈরি করতে পারে।

ড. ইউনূসের এই মন্তব্য ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা ও নীতিনির্ধারকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে একটি বিতর্কিত দৃষ্টিভঙ্গি।

Show Comments