বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia) এর মতো দক্ষ এবং গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ বাংলাদেশে আর আসেননি।
অস্ট্রেলিয়া প্রবাসী এই লেখক বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন। তিনি লেখেন, “আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই।”
ফাহাম আব্দুস সালামের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—
[ফেসবুক পোস্ট]
“আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই।”
‘অনেকেই বলছেন, জিয়ার (প্রেসিডেন্ট জিয়াউর রহমান) পর সবচেয়ে বড় স্টেটসম্যান হলেন ড. ইউনূস। টু আর্লি টু সে। এতো দ্রুত কনক্লুশানে আসা সম্ভব না। ইউনূস সাহেব অবশ্যই ভীষণ গুণী মানুষ। তবে দুজনের মধ্যে বড় একটা মিল আছে। হিস্টোরিক কো-ইন্সিডেন্স। দুজনই আওয়ামী লীগকে ফেইস না করার সুযোগ পেয়েছেন। আল্লাহর রহমত বলতে পারেন’।
‘আওয়ামী লীগ কার্যকর না থাকলে একজন নেতার মহান স্টেটসম্যান হওয়ার সুযোগ তৈরি হয়। এটাই বাংলাদেশের বাস্তবতা। খালেদা জিয়া এই সুযোগটা পান নাই। আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই।
ওনার মতো দুর্ভাগা মানুষও আমি জীবনে দেখি নাই। কোনো জায়গায় ভাগ্য ওনাকে সাহায্য করে নাই। জীবনে প্রায় কিছুই উনি মুফতে পান নাই।’