শিলার হিজাব নিয়ে তসলিমা নাসরিনের কটাক্ষ, দাঁত ভাঙ্গা জবাব দিলেন আসিফ নজরুল

তসলিমা নাসরিন (Taslima Nasrin)-এর ফেসবুক পোস্টে স্ত্রীকে নিয়ে কটাক্ষের জবাবে ফেসবুকে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি লেখেন, তার স্ত্রী শীলা একজন আত্মমর্যাদাবান, সফল ও ধর্মপরায়ণ মানুষ, যিনি নিজ ইচ্ছায় হিজাব পরেন এবং ইসলামী জীবনযাপন বেছে নিয়েছেন।

স্ত্রী শীলার আত্মনির্ভরশীলতা ও ধর্মীয় অনুশীলন

আসিফ নজরুল জানান, তাদের বিয়ে হয় ২০১২ সালে এবং দুই বছর পর কন্যা আরিনার জন্ম হয়। এরপর থেকেই শীলা হিজাব পরা শুরু করেন, এবং প্রাইভেট গাড়ির অভাবে রিকশা বা সিএনজিতে চলাফেরা করলেও হিজাব ছাড়েননি কখনো। হিজাবের কারণে অসুস্থ হলেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন তিনি।

সমাজের ভুল ধারণা ও ব্যক্তিগত অভিজ্ঞতা

একবার একটি সামাজিক অনুষ্ঠানে দেশের এক স্বনামধন্য আইনজীবীর চোখে ভৎসনা লক্ষ্য করেন আসিফ নজরুল। তিনি বোঝেন, অনেকেই মনে করে শীলা হয়তো বাধ্য হয়ে হিজাব করছেন। কিন্তু তিনি প্রশ্ন করেন, “মানুষ কেন ভাবতে পারে না যে একটা মেয়ে নিজের ইচ্ছেতেই ইসলামী জীবন বেছে নিতে পারে?” তিনি বলেন, হিজাব ও ধর্মচর্চা সম্পূর্ণভাবে শীলার ব্যক্তিগত সিদ্ধান্ত।

শীলার অতীত ও পেশাগত সাফল্য

আসিফ নজরুল লেখেন, শীলা একসময় অভিনয় করলেও ১৯৯৫ সালে মাত্র ১৪ বছর বয়সে নিজ ইচ্ছায় অভিনয় ছেড়ে দেন। জাতীয় পুরস্কার পেলেও গ্রহণ করেননি। পরে কেবল একবার ২০০০ সালে দাদার স্কুলের ফান্ডের জন্য একটিমাত্র নাটকে অভিনয় করেন। এরপর বহু অনুরোধ সত্ত্বেও আর কখনো অভিনয়ে ফিরেননি। বর্তমানে তিনি একজন ‘ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল স্পেশালিস্ট’ হিসেবে দেশের শীর্ষস্থানীয় এক দূতাবাসে কাজ করছেন।

ধর্মীয় জীবন ও পারিবারিক শান্তি

তিনি জানান, শীলার ধর্মীয় অনুশীলন তাকে প্রভাবিত করেছে। এখনো ফজরের আজানে ঘুম থেকে ডেকে তোলেন, যাকাত ও হজের ব্যাপারে তাকে সচেতন করেন। শীলা তাকে ধর্মের পথে নিয়ে গেছেন বলেও স্বীকার করেন আসিফ নজরুল।

মায়ের স্মৃতি ও স্ত্রীর সঙ্গ

আসিফ নজরুল বলেন, একসময় তার মা তার দোয়ায় ভরসা দিতেন। মায়ের মৃত্যুর পর এই শূন্যতা পূরণ করেছেন শীলা। এখন স্ত্রীর কুরআন পাঠ ও দোয়ায় তার সকল ভয় ও বিপদ দূর হয়ে যায় বলে জানান তিনি।

তসলিমা নাসরিনকে উদ্দেশ করে বার্তা

পোস্টের শেষভাগে তসলিমা নাসরিনকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, “আপনার জীবনে হেদায়েত আসুক, কোনো একদিন আল্লাহ আপনাকে ক্ষমা করুন। সেদিন আপনি বুঝবেন, এই রেষারেষির জীবনের খ্যাতি, ধন-মান, ক্ষমতা কিছুই নয়। আল্লাহর দয়া অনেক বড়। আমি সেটা পুরোপুরি না পেলেও, আমার স্ত্রী পেয়েছেন।”

প্রসঙ্গত

উল্লেখ্য, বুধবার তসলিমা নাসরিন তার ফেসবুক পোস্টে আসিফ নজরুল ও শীলার একটি ছবি শেয়ার করে লেখেন, “মেয়েটাকে দেখলেই আমার দুঃখ লাগে। অভিনয় প্রতিভা বিসর্জন দিয়ে ধর্মবাদীর আদেশে চলছে, ফুলহাতা ব্লাউজ পরে, হিজাব দিয়ে চুল ঢাকে। অথচ হাজিটির (আসিফ নজরুল) জীবন একই আছে।” তসলিমার এই মন্তব্যকেই কেন্দ্র করে আসে এই আবেগঘন জবাব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *