বাংলাদেশ-ভারত বৈঠক নিয়ে আশাবাদী মির্জা ফখরুল
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার বৈঠককে দু’দেশের জন্য ‘আশার আলো’ হিসেবে দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান (Gulshan)-এ বিএনপি (BNP) চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে মন্তব্য
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বৈঠকটি খুবই আনন্দের সংবাদ। আমরা মনে করি, বর্তমান ভূ-রাজনৈতিক ও বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক আমাদের জন্য আশার আলো তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল, তা যেন আর না বাড়ে এবং বরং কমে আসে—এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি যতদূর দেখেছি, এতে দু’দেশের নেতাদের আন্তরিকতা স্পষ্ট, যা নিঃসন্দেহে উভয় দেশের জনগণের জন্য উপকারী হবে।”
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas) বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) এর বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে।
শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মির্জা আব্বাসের মূল্যায়ন
মির্জা আব্বাস বলেন, “ইউনূস-মোদি বৈঠককে আমরা ইতিবাচকভাবে দেখছি। যদি এতে দেশের স্বার্থ-সংশ্লিষ্ট আলোচনা হয়ে থাকে, তবে তা ভালো দিক। আমরা আশা করি, ড. ইউনূস ভবিষ্যতে আরও ভালো কিছু বয়ে আনবেন।”
শেখ হাসিনার ফেরত ও ভারত-বাংলাদেশ সম্পর্ক
তিনি বলেন, “শুধু শেখ হাসিনা (Sheikh Hasina) কে ফেরত পাঠালেই হবে না, তার সহযোগীদেরও পাঠাতে হবে। হাসিনার ফেরতের মাধ্যমে তার বিচার হতে হবে।”
তিনি আরও বলেন, “তিস্তা নিয়ে কোনো কথা হবে না, চুক্তি বাস্তবায়ন করতে হবে ভারতকে। শেখ হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, সেগুলো বাতিল করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।”