ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বৈঠক করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতের বার্তা সংস্থা এএনআই-এর বরাতে জানা গেছে, বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri) জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে আরও কিছু বলা সম্ভব নয়।
বৈঠকে মোদি বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে। এছাড়া, সীমান্ত সুরক্ষা ও অবৈধ পারাপার প্রতিরোধে কঠোর আইনি প্রয়োগের ওপর জোর দেন মোদি।
সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে ভারতের উদ্বেগও বৈঠকে আলোচিত হয়। বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করাকে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে।