আরাফাত রহমান কোকোর শাশুড়ির মৃত্যুতে শোকের ছায়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)–র ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো (Arafat Rahman Koko)-র শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই। রোববার (৬ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে বয়স ছিল ৭১ বছর
মৃত্যুকালে এসইউএফ মুকরেমা রেজার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি নানান রোগে ভুগছিলেন।
জানাজা ও দাফন
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ (Nazrul Islam Azad)। তিনি জানান, রোববার বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
মায়ের পাশে ছিলেন শর্মিলা রহমান সিঁথি
মায়ের অসুস্থতার খবর পেয়ে গত ৩০ মার্চ লন্ডন থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসেন মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ। শর্মিলা রহমান সিঁথির পিতা প্রয়াত এমএইচ হাসান রাজা। দেশে ফেরার পর থেকেই তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন।
পরিবারের মাঝে শোক
এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরাও শোক প্রকাশ করেছেন।