গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পরীমনির পক্ষে মুখ খুললেন কণ্ঠশিল্পী ন্যান্সি

গৃহকর্মী নির্যাতন বিতর্কে পরীমনির পাশে কণ্ঠশিল্পী ন্যান্সি

সম্প্রতি চিত্রনায়িকা পরীমনি (Pori Moni) এর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চললেও এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি (Nancy) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে পরীমনির পক্ষে সরব হয়েছেন।

“গৃহকর্মী যেমন নির্যাতিত হয়, তেমনি গৃহকর্ত্রীও ভুক্তভোগী হন”—ন্যান্সি

স্ট্যাটাসে ন্যান্সি বলেন, “গৃহকর্মী নির্যাতিত হয় যেমন সত্যি, ঠিক তেমনি কিছু গৃহকর্মীর দ্বারা গৃহকর্ত্রীও কম সমস্যার মুখোমুখি হন না!” তিনি জানান, তার বাসায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে শুধুমাত্র গৃহকর্মীদের মিথ্যা অভিযোগ থেকে বাঁচার জন্য।

ন্যান্সি উদাহরণ দিয়ে বলেন, প্রায় দশ বছর আগে তার গৃহকর্মী বাসার দারোয়ানের সাথে পালিয়ে যায়। পরে গৃহকর্মীর পরিবার মেয়েকে ‘গুম’ করার অভিযোগ তুলে তার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে। ন্যান্সি সরাসরি পুলিশের কাছে যান এবং দুই ঘণ্টার মধ্যেই পুলিশ গৃহকর্মী ও তার প্রেমিককে উদ্ধার করে। পরে জানা যায়, পুরো ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত।

পুরস্কার চুরি ও মিথ্যা অভিযোগ

তিনি আরও জানান, দুই বছর আগে তার বাসায় এজেন্সির মাধ্যমে আনা এক গৃহকর্মী তার বোনের সহযোগিতায় ন্যান্সির বিয়ের গয়না এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক চুরি করে। থানা অভিযোগ দায়ের করার পর গৃহকর্মী উল্টো তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলে। সিসি ক্যামেরার কারণে সেই অভিযোগ থেকে তিনি রক্ষা পান।

রান্নার কাজেও প্রতারণা

ন্যান্সি জানান, বাসার রান্নার লোকজনও তাকে কম হয়রানি করেনি। তিনি বলেন, “গত বছর ফেব্রুয়ারিতে বাসার সব পুরোনো ফার্নিচার বদলে দেই, পুরোনোগুলো রান্নার মহিলা ট্রাকে করে নিয়ে যায়। ভাবলাম এত বড় উপকারের পর হয়তো সে ঠিকঠাক কাজ করবে, কিন্তু সে উল্টো লাখ টাকা চাহিদা তুলে বসে।” পরে বিরক্ত হয়ে গত জুলাইতে তাকে বিদায় করে দেন এবং গত দশ মাস ধরে নিজেই রান্নার কাজ সামলাচ্ছেন।

তিনি বলেন, “এখন ঘরের বাজার খরচ কমেছে, বাসি খাবার বলতে গেলে খাওয়া হয় না। আমার স্বামী, সন্তান ও ভাই সবাই খুশি।”

“সব গৃহকর্মী এক রকম নয়, সাংবাদিকদের সংবেদনশীল হওয়া উচিত”—ন্যান্সির বার্তা

ন্যান্সি বলেন, “প্রতিবারই আশা করি গৃহকর্মীটি পরিবারের একজনের মতো হবে। কিন্তু বেশিরভাগ সময়ই সে আশা পূরণ হয় না।” তিনি সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, “সংবাদ মাধ্যম একটু সংবেদনশীল হোন। সব কিছুতে বাণিজ্য দেখবেন না। নির্যাতিতার পরিচয় গৃহকর্মীও হতে পারে, আবার গৃহকর্ত্রীও হতে পারে। সত্যিকারের ভুক্তভোগীর পাশে দাঁড়ান।”

পরীমনির বিষয়ে তিনি বলেন, “পরীমনির মত এমন আরও তারকাদের ঘাড়ে ভর করে আর কত শিরোনাম বেচবেন বলুন! আপনাদেরও নিশ্চই কিছু দায় আছে, তাইনা?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *