জমি নিয়ে পারিবারিক বিরোধেই রক্তক্ষয়ী সংঘর্ষ
কক্সবাজার (Cox’s Bazar) জেলার উখিয়া (Ukhia) উপজেলার কুতুপালং (Kutupalong) এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন (Maulana Abdullah Al Mamun), তার চাচাতো ভাই আব্দুল মান্নান (Abdul Mannan) ও তাদের বোন শাহিনা বেগম (Shahina Begum)। নিহতদের মধ্যে মাওলানা মামুন স্থানীয় জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) নেতা। তিনি রাজাপালং ইউনিয়ন (Rajapalong Union) ৯ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক বিরোধ থেকে প্রাণহানি
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এদিন সকালে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
কুতুপালং বাজার কমিটি (Kutupalong Bazaar Committee) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, “আপন চাচাতো ভাইদের মধ্যে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে ঝগড়ার সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং তিনজন নিহত হন। নিহতদের মধ্যে খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তার ভাই আব্দুল মান্নান ও বোন শাহিনা বেগম রয়েছেন।”
পুলিশ বলছে তদন্ত চলছে
উখিয়া থানা (Ukhia Police Station) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন (Arif Hossain) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।”