সংস্কারের নামে দল গোছানোর সময় নিচ্ছেন, তা বললেই হয়: নজরুল ইসলাম খান

বিএনপির গণসমাবেশে নজরুল ইসলাম খানের কড়া মন্তব্য

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম খান (Nazrul Islam Khan), বিএনপি (BNP) স্থায়ী কমিটির সদস্য, বলেছেন—“আপনারা সংস্কারের নামে দল গোছানোর সময় নিচ্ছেন, তা বললেই হয়। বিএনপি অনেক আগেই সংস্কারের কথা বলেছে। এখন যারা বলেন সংস্কার করবেন, তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসুন।”

শনিবার টাঙ্গাইল (Tangail) জেলার গোপালপুর উপজেলা, শহর ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এই অনুষ্ঠানটি গোপালপুর-ভূঞাপুর আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সদ্য কারামুক্ত সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু (Abdus Salam Pintu)-কে দেওয়া হয়।


“২১ আগস্ট ফাঁসির পরিকল্পনা করেছিল সরকার”—নজরুল

নজরুল ইসলাম খান বলেন, “গত বছরের ১৭ আগস্ট সালাম পিন্টুকে ফাঁসি দিয়ে ২১ আগস্ট তারা উৎসব করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতের কারণে তা হয়নি। যারা পকেট ভরার লোভে আওয়ামী লীগের কর্মীদের বিএনপিতে অনুপ্রবেশ করাতে চান, তারা সাবধান হোন। দলে কোনো প্রকার অনুপ্রবেশ সহ্য করা হবে না।”


আব্দুস সালাম পিন্টুর বক্তব্য

গণসংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে আব্দুস সালাম পিন্টু বলেন, “উনারা আমাকে বিনা অপরাধে ১৭ বছর কারাগারে রেখেছেন। আল্লাহর রহমতের কারণে আজ আমি আমার প্রিয় গোপালপুরের মাটিতে ফিরে এসেছি। আমার পাশ থেকে নিজামী ও গোলাম আযমকে ফাঁসি দেওয়া হয়েছে। চিকিৎসার নামে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, পারেনি। শহীদদের রক্তের সাথে কোনো ধরনের বেইমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”


জনগণ নির্বাচন চায়: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (Sultan Salahuddin Tuku) বলেন, “কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখেন, গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই আমরা বলছি, অতিদ্রুত নির্বাচন দিন।”


আরও নেতৃবৃন্দের বক্তব্য

গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খ. জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *