শেখ হাসিনা যেমন বলতেন বিকল্প দেখান, তারাও বলে ইউনূসের বিকল্প দেখান: রুমিন ফারহানা

বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানার মন্তব্য

বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা (Rumeen Farhana) এক টকশোতে মন্তব্য করে বলেন, তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজের বক্তব্য শুনে মনে করেছেন, তিনি যেন সরকারকেই ডিফেন্ড করছেন।

তিনি বলেন, “তাকে দেখলাম সরকারকে চমৎকারভাবে ডিফেন্ড করছে। ইউনূস সরকার (Yunus Sarkar) সম্ভবত একমাত্র সরকার যার কোনও রাজনৈতিক দল না থাকলেও একটি দল তাকে অসাধারণভাবে ডিফেন্ড করে। যখন সেই দলটি তাকে ডিফেন্ড করে, তখন কেন যেন আমি শেখ হাসিনা (Sheikh Hasina) কণ্ঠস্বর শুনি।”

আওয়ামী লীগের বট বাহিনী এবং এনসিপির ‘জেনজির বাহিনী’র তুলনা

রুমিন ফারহানা আরও বলেন, “তারপর আমি ভাবলাম কেন শেখ হাসিনার গলা শুনি। আমি চিন্তা করলাম, শেখ হাসিনার সময় ‘বট বাহিনী’ যেমন টকশোর পরে সোশ্যাল মিডিয়ায় গিয়ে আমাকে আক্রমণ করতো—বিয়ে করছো না কেন, টিপ পরছো কেন—ঠিক সেই ভাষায়, সেই আক্রমণের প্যাটার্নে এখন এই এনসিপি (NCP) কিংবা তাদের তথাকথিত ‘জেনজির বাহিনী’ বট দিয়ে একই ভাষায় আমাকে আক্রমণ করে।”

তিনি আরো যোগ করেন, “শেখ হাসিনা যেমন বলতেন বিকল্প দেখান, তারাও বলে ইউনূসের বিকল্প দেখান।”

এই মন্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে, বিশেষত এনসিপি এবং আওয়ামী লীগের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরার কারণে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *