বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

নারায়ণগঞ্জ (Narayanganj) সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তাকবির আমান (Takbir Aman) নামে এক ছাত্রনেতার বিরুদ্ধে। অভিযুক্ত তাকবির আমান (২৪) নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Narayanganj Metropolitan Anti-Discrimination Student Movement) এর সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক।

অভিযোগের বিবরণ

সোমবার বিকেলে মেয়েটির মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে তাকবির জোরপূর্বক তার বাসায় প্রবেশ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনার পর কিশোরীর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা (Siddhirganj Police Station)-য় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে আরও জানানো হয়, তাকবিরের সঙ্গে এ ঘটনায় জড়িত আরও তিন সহযোগী—মিনহাজ (২৫), সৈকত (২৪) ও তানবির (২৪)। তারা সবাই তাকবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মেয়েটিকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তাকবির, যা পরিবারের জানার পর তাকে সতর্ক করা হয় এবং অভিভাবকদের বিষয়টি জানানো হয়।

আটকের পর ছেড়ে দেওয়া, প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে

এ ঘটনায় চারজনকে আটক করলেও তাদের ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। পরিবারের অভিযোগ, আটক হওয়া চারজনকে পুলিশ পরে ছেড়ে দেয়। এমন স্পর্শকাতর অভিযোগে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া, বিশেষ করে ধর্ষণচেষ্টা মামলায়, পুলিশের নিরপেক্ষতা ও আইনি প্রক্রিয়া নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

আন্দোলন সংগঠনের প্রতিক্রিয়া

নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Narayanganj Metropolitan Anti-Discrimination Student Movement)-এর আহ্বায়ক মাহফুজ বলেন, “আমি ঘটনা শুনেছি। তবে বিষয়টির সত্যতা এখনো নিশ্চিত না। অপরাধ করলে ব্যক্তি দায় নেবে, দল নয়। আমরা খোঁজ নিচ্ছি।”

পুলিশের বক্তব্য

সিদ্ধিরগঞ্জ থানার (Siddhirganj Police Station) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “আমরা তদন্ত করছি। শুনেছি, তারা বিয়ে করার পরিকল্পনা করছিল। ভুক্তভোগীর পরিবার চাইলে মামলা নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *