জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া-বিষয়ক সম্পাদক আমিনুল হকের সাম্প্রতিক বক্তব্য—“সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে”—ঘিরে উত্তাল রাজনৈতিক অঙ্গন। কিন্তু এই আলোচনার কেন্দ্রবিন্দুতে কেবল আমিনুলের মন্তব্য নয়, বরং নতুন করে প্রশ্ন উঠেছে দেশের শীর্ষস্থানীয় কিছু সংবাদমাধ্যমের সাংবাদিকতা নিয়ে।
‘সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে’ আমিনুল হকের এমন মন্তব্যকে ‘বির্তকিত মন্তব্য’ হিসাবে উল্লেখ করেছে দেশের প্রথম সারির কিছু পত্রিকা, যাদের মধ্যে রয়েছে ইত্তেফাক, জনকন্ঠ এবং চ্যানেল ২৪ র মত সংবাদ মাধ্যম। এমনকি একই নিউজে সাকিব আল হাসানকে বাংলাদেশের বর্তমান সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান খেলোয়াড় হিসাবে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার দীর্ঘ শাসনকাল জুড়ে অনেক সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে—সেটি স্বাধীন সাংবাদিকতার দিক থেকে নয়, বরং সরকারের একপ্রকার ‘প্রচার-যন্ত্র’ হিসেবে কাজ করার অভিযোগে। শেখ হাসিনার সরকারকে ফ্যাসিষ্টে পরিনত করার জন্য বিগত ১৭ বছরে এসব সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে ৫ আগষ্টের পট পরিবর্তনের পর এদের অনেকেই রাতারাতি ভোল পরিবর্তন করলেও মাঝে মাঝে এখনো তাদের মনের সুপ্ত বাসনা প্রকাশ পেয়ে যায়।
তাই প্রশ্ন থেকে যায়, এটা কি নিছকই গাফিলতি, নাকি উদ্দেশ্যপ্রণোদিত?
