‘অচিরেই জি এম কাদের তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন’: আবারো মুখোমুখি জাতীয় পার্টির দু’পক্ষ

জাতীয় পার্টির (Jatiya Party) ভেতরে ফের উত্তপ্ত হলো বিভাজনের রাজনীতি। দলের আরেকাংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ সরাসরি দলীয় চেয়ারম্যান জি এম কাদের (GM Quader)-এর বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে বলেছেন, ‘অচিরেই জি এম কাদের তাঁর কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন।’ শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

নেতৃত্বের দুর্বলতা ও সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ

কাজী মামুনুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরেই নেতৃত্বের দুর্বলতায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোবল ভেঙে পড়েছে। তার অভিযোগ, স্বঘোষিত চেয়ারম্যান জি এম কাদের কেবলমাত্র স্বজনপ্রীতি ও অর্থলিপ্সায় দল পরিচালনা করছেন। পাশাপাশি তাঁর কিছু ‘সংগঠনবিরোধী’ ও ‘দেশবিরোধী’ সিদ্ধান্তে অনেক নেতা বিক্ষুব্ধ।

তিনি অভিযোগ করেন, ‘‘জি এম কাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলীয় সিনিয়র নেতাদের মূল্যায়ন না করে, নিজস্ব ঘনিষ্ঠদের প্রাধান্য দিয়েছেন। অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও উপেক্ষা করা হয়েছে।’’

পদত্যাগের ঢল ও নেতাকর্মীদের বিভ্রান্তি

এই অবস্থায় কেন্দ্রীয় থেকে জেলা-উপজেলা পর্যন্ত অনেক নেতাই দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান মামুনুর রশিদ। তাঁর দাবি, জি এম কাদেরের সিদ্ধান্তে নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

‘২৪-এর জাতীয় নির্বাচনে জি এম কাদের এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন, যা দলের অভ্যন্তরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে,’ বলেন মামুনুর রশিদ। তিনি উল্লেখ করেন, এই ধরনের একচেটিয়া সিদ্ধান্ত দলের ঐক্য বিনষ্ট করেছে এবং অনেক নেতা সেই সময় থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন।

‘নতুন বাংলাদেশ’ গড়ার ডাক

বিবৃতির শেষভাগে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মামুনুর রশিদ বলেন, ‘‘ইনশাআল্লাহ, অচিরেই জি এম কাদের তাঁর কৃতকর্মের জবাব দেবেন।’’ তিনি জানান, ‘পল্লীবন্ধু’ এইচ এম এরশাদ (HM Ershad)-এর আদর্শকে পুনরুজ্জীবিত করেই তাঁরা নতুন করে সংগঠন সাজাতে চান।

তিনি বলেন, “আমরা এরশাদের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছি। সারাদেশব্যাপী দলকে সংগঠিত করে আমরা তার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলব।”

তাঁর এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে, জাতীয় পার্টির ভেতরের বিদ্রোহ এখনো থেমে নেই—বরং দিনে দিনে তা আরও তীব্র হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *