অন্তর্বর্তী সরকারকে ‘নির্বাচিত’ দাবি করে বিতর্কে ফরিদা আখতার

আলোচিত/সমালোচিত বামপন্থী চিন্তাবিদ ফরহাদ মজহারের (Farhad Mazhar) সহধর্মিণী ও অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার (Farida Akhter) সাম্প্রতিক এক বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে ‘নির্বাচিত’ বলে দাবি করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন। শনিবার রাজধানীর মিরপুর (Mirpur)-এর শাহ আলী মাজারে ‘গণমানুষের জাগ্রত জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে ‘নির্বাচিত’ বললেন উপদেষ্টা

ফরিদা আখতার বলেন, “আমরা অনির্বাচিত—এ কথা কে বলল? আমাদেরকে তো এ ছাত্ররা, জনতা—যারা এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। কাজেই আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা, সেটা মেটানো।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানকারী ছাত্র-জনতা এই সরকারকে নির্বাচিত করেছে, গঠন করছে। কাজেই এই সরকারের দায়িত্ব হলো ছাত্র-জনতার চাহিদা মেটানো।”

শেখ হাসিনার বিচার দাবি

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে, সেটা হবে শেখ হাসিনা (Sheikh Hasina) এবং যারা এই হত্যাকারী, তাদের বিচার করা। এটাতে কোনো রকম ভুলত্রুটি হতে পারবে না। বিচার আমাদের করতেই হবে।”

এই বক্তব্যকালে মঞ্চে তার পাশে ছিলেন স্বামী ফরহাদ মজহার, যিনি এর আগেও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন।

বিতর্কের ঝড়

ফরিদা আখতারের বক্তব্যকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ কটাক্ষ করে বলেন, “তা হলে পাঁচ বছরের আগে নির্বাচন দিতে হবে কেন? আর নির্বাচনেরই বা দরকার কী? আন্দোলন করে করে সরকার পরিবর্তন করা হবে। সরকারের মেয়াদ ১ দিন থেকে ১০০ বছর বা তারও বেশি থাকতে পারে, যদি আন্দোলন ঠেকানো সম্ভব হয়।”

সমালোচকরা প্রশ্ন তুলেছেন, এই ধরনের যুক্তির মাধ্যমে কি গণতন্ত্রের মৌলিক কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *