ড. ইউনূস সহ অন্য উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানালেন রুমিন ফারহানা

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ‘রাজনীতি’ নামের টকশোতে অংশ নিয়ে বিএনপির নেত্রী রুমিন ফারহানা (Rumeen Farhana) প্রশ্ন তোলেন, ‘যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন, বক্তৃতা করছেন এবং নিজেদের জনপ্রিয় মনে করছেন, তারা কেন নির্বাচনে অংশ নিচ্ছেন না?’ তিনি ড. ইউনূস সহ অন্য উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের আহ্বানও জানান।

ড. ইউনূসের রাজনৈতিক আগ্রহ নিয়ে ইঙ্গিত

আলোচনায় তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) সম্পর্কে বারবার শোনা গেছে, তিনি রাজনীতিতে আগ্রহী নন। অথচ সাম্প্রতিক সময়ে তাঁর কিছু কর্মকাণ্ড রাজনৈতিক ইঙ্গিত বহন করছে বলেই মনে করছেন রুমিন। তিনি উল্লেখ করেন, ‘ঈদের দিন ড. ইউনূস যখন সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তখন থেকেই আলোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়াতেও নানা ইঙ্গিত ভেসে আসে।’

রুমিন ফারহানা বলেন, “যখন সার্জিস আলম বলেন, ‘নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার চিরজীবনের স্বপ্ন, পাঁচ বছর যদি আপনাকে পেতাম’—এই বক্তব্য থেকেই একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এবং এই ধারা ভবিষ্যতেও বাড়বে বলেই আমাদের ধারণা।”

সংবিধান ও গণতন্ত্রের প্রশ্ন

টকশোর উপস্থাপক প্রশ্ন করেন, ‘মানুষ কী চায়, সরকার যদি সেটি বুঝে কাজ করে তাতে সমস্যা কী?’ এর উত্তরে রুমিন বলেন, ‘কাজ যদি বাস্তবায়ন হয়, তাতে কোনো সমস্যা নেই। তবে সমস্যা হলো—বাংলাদেশ একটি সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র। কাউকে ভোট ছাড়াই রাষ্ট্রক্ষমতায় বসালে সংবিধানগত দিক থেকে তা প্রশ্নবিদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আপনি সংবিধান পরিবর্তন করে এমন প্রভিশন আনতেই পারেন, যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় যে নির্বাচনের বাইরের যোগ্য ব্যক্তিরাই রাষ্ট্র চালাবেন। কিন্তু এখন পর্যন্ত তো দেশবাসী এমন কিছু চায়নি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *