ভারতের কলকাতায় একটি কফিশপে বসে আড্ডা দিচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম (Jahangir Alam)—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্যই ধরা পড়েছে। ভিডিওটি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জোরালো আলোচনা ও জল্পনা।
ছবির মতো ফ্রেমে, কফিশপের এক কোণে জাহাঙ্গীর আলমকে দেখা যায় গালে হাত দিয়ে গভীর মনোযোগে কথা বলতে। তার সামনে বসা আরও দুই ব্যক্তিও ছিলেন কথোপকথনায় সম্পৃক্ত। কথার ভঙ্গি ও পরিবেশ থেকে বোঝা যায়, এটি ছিল এক ঘনিষ্ঠ আলাপচারিতা।
যদিও ভিডিওটিতে স্পষ্ট করে জায়গার নাম বা দোকানের সাইন বোর্ড দেখা যায় না, তবে ভিডিওর প্রেক্ষাপট ও কথোপকথনের ছাপ দেখে ধারণা করা হচ্ছে এটি কলকাতারই কোনো কফিশপ। তবে ভিডিওটি কে ধারণ করেছে বা ঠিক কখন সেটি তোলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় নানান জল্পনা। অনেকেই মন্তব্য করছেন, একসময় ক্ষমতাসীন দলে প্রভাবশালী এই নেতা কেন বা কী কারণে কলকাতায় অবস্থান করছেন—তা নিয়ে উঠেছে প্রশ্ন।
প্রসঙ্গত, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নাম অতীতে নানা বিতর্কে জড়িয়েছে, যার মধ্যে রয়েছে দল থেকে বহিষ্কার, প্রশাসনিক জিজ্ঞাসাবাদ, এমনকি দুর্নীতি সংক্রান্ত অভিযোগ। এই পটভূমিতে কলকাতার এক কফিশপে তার উপস্থিতি অনেকের কাছেই নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।
তবে ভিডিও নিয়ে এখনো পর্যন্ত জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।