ইশরাক হোসেন (Ishraque Hossain), বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ নেতা, রাজনীতির মাঠে সক্রিয় থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব। সোমবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পুরোনো ছবি পোস্ট করে তিনি রাজপথের আন্দোলনমুখর দিনগুলোর স্মৃতিচারণ করেন।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মনে পড়ে রাজপথের সেই সোনালি দিনগুলি। অল্প কিছু ঝরলেও বহু ভাইদের তুলনায় তেমন কোনো রক্তই ঝরেনি।” তার এই মন্তব্য যেন এক ধরনের আত্মজিজ্ঞাসা, যেন একটি অতৃপ্তি, যে আরও কিছু দেওয়া যেত।
তিনি আরও লেখেন, “হইনি পঙ্গু, অন্ধ অথবা শহিদ। প্রায়ই মনে হয় আরও বেশি দেওয়ার ছিল।”—এই কথার মধ্য দিয়ে রাজনৈতিক সংগ্রামে নিজের সম্পৃক্ততা ও আত্মনিবেদনের ইঙ্গিত দেন ইশরাক।
সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, তিনি ভবিষ্যতের রাজনৈতিক অভিযাত্রা প্রসঙ্গে লেখেন, “জীবন যেখানেই নিয়ে যাক না কেন বারবার রাজপথেই ফিরে আসব। হয় শান্তির বার্তা নিয়ে অথবা জনগণের অধিকারের সংগ্রাম করতে। রাজপথেই হবে অন্তিম ঠিকানা ইনশাআল্লাহ।”
এই বক্তব্য তার রাজনৈতিক অবস্থান, আদর্শিক দায়বদ্ধতা ও রাজপথকেন্দ্রিক সংগ্রামের প্রতি এক গভীর কমিটমেন্টের প্রতিফলন। তার এমন পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে, বিশেষ করে এমন সময় যখন বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের ভবিষ্যৎ ও কর্মপন্থা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
ইশরাক হোসেনের এই পোস্টের পর অনেকেই তা শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ তাকে সাহসী বলছেন, কেউ দেখছেন এটিকে একটি নতুন রাজনৈতিক বার্তার সূচনা হিসেবে।