কাশ্মিরে হামলা, তড়িঘড়ি করে সৌদি থেকে ভারতে ফিরলেন মোদি

ভারত-শাসিত জম্মু ও কাশ্মির (Jammu and Kashmir) অঞ্চলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিকের। উপত্যকার অনন্তনাগ জেলার পেহেলগামে এই মর্মান্তিক হামলার পরই সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি ভারতে ফিরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে আজ দিল্লিতে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র সভাপতিত্ব করবেন তিনি।

এই সন্ত্রাসী হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বেসামরিক হামলা হিসেবে চিহ্নিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে মঙ্গলবার, তবে তার প্রভাব এতটাই বিস্তৃত যে পরদিনই প্রধানমন্ত্রী মোদি সৌদি সফর সংক্ষিপ্ত করে সকালেই নয়াদিল্লি ফিরে আসেন। মূলত বুধবার রাত পর্যন্ত সৌদি সফরে থাকার কথা থাকলেও কাশ্মির পরিস্থিতি তাকে আগেভাগেই ফিরিয়ে আনতে বাধ্য করে।

প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি সৌদি আরবের নেতৃত্বকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর (S. Jaishankar) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। দু’জনে একসাথে সৌদি রাজপ্রাসাদে গিয়ে মোদির ফিরে আসার কারণ তুলে ধরেন।

ভারতের সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন, “কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এর নিন্দা জানিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও সৌদি আরব একযোগে কাজ করে যাবে।”

কাশ্মিরে হামলার ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হামলার কড়া নিন্দা জানিয়ে এক বার্তায় বলেন, “কাশ্মির থেকে পাওয়া খবরে আমরা শোকাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” তিনি আরও জানিয়েছেন, মোদির সঙ্গে ফোনে কথা বলবেন।

কাশ্মিরে এ ধরনের হামলা শুধু উপত্যকার নিরাপত্তা নয়, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবিরোধী কৌশল ও সহযোগিতার প্রয়োজনীয়তাকেও নতুন করে সামনে এনে দিয়েছে। আজকের দিল্লির জরুরি বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসে, সেটাই এখন মূল প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *