কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে, চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক

গণঅভ্যুত্থানের উত্তাল দিনে কারা সংসদ ভবনে লুকিয়ে ছিলেন—সে প্রশ্নের চাঞ্চল্যকর উত্তর মিলল সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (Zunaid Ahmed Palak)-এর মুখে। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় তিনি জানান, ৫ আগস্ট ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলনে আওয়ামী লীগ (Awami League) সরকারের পতনের দিন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত তিনি নিজে, স্পিকার শিরীন শারমিন চৌধুরী (Shirin Sharmin Chaudhury) সহ আরও ১২ জন সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে ছিলেন।

আদালতের সামনে দেওয়া পলকের এই স্বীকারোক্তিতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যান। রাজনৈতিক পরিস্থিতির এমন নাটকীয় পট পরিবর্তনের দিন কে কোথায় ছিলেন, তা নিয়ে আগে থেকেই অনেক জল্পনা-কল্পনা ছিল। এবার পলকের বক্তব্যে আরও স্পষ্ট হয়ে উঠল ওই দিনটি কতটা আতঙ্কের ছিল শাসকদলের নেতাদের জন্য।

শুনানির সময় পলক দাবি করেন, “আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যদি প্রমাণ থাকে, আমাকে জেলগেটেই জিজ্ঞাসাবাদ করুন। আমি সত্য বলছি।”

এ সময় বিচারক বলেন, তদন্তের স্বার্থে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। এর ফলে ভাটারা থানার একটি হত্যা মামলায় এখন তাকে আরও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৫ আগস্ট, অর্থাৎ ঘটনার ১০ দিন পর পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন সময় তাকে হত্যাচেষ্টা, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদসহ নানা অভিযোগে আটকে রাখা হয়। তবে এবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে পলক নতুন আলোচনার জন্ম দিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *