সাবেক বিজিবি ডিজি সাফিনুল ও স্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) (Border Guard Bangladesh)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম (Safinul Islam) এবং তাঁর স্ত্রী সোমা ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল), দুর্নীতি দমন কমিশনের (দুদক) (Anti-Corruption Commission – ACC) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি অনুসন্ধান চলমান রয়েছে। এই অনুসন্ধানেই উঠে এসেছে তাঁর ও তাঁর স্ত্রীর নামে থাকা বিপুল ব্যাংক সম্পদের বিষয়টি।

জব্দ হওয়া হিসাবগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়পত্র, স্থায়ী আমানত এবং একাধিক ক্রেডিট কার্ড হিসাব। এসব হিসাব বিশ্লেষণ করে সম্পদের প্রকৃত উৎস শনাক্তের চেষ্টা করছে দুদক।

দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে হিসাবগুলোর মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সম্পদ অর্জনের আলামত পাওয়া গেছে। অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবে এসব হিসাব জব্দ করা হয়েছে যাতে প্রমাণাদি গোপন বা নষ্ট না হয়।

দুদকের এক কর্মকর্তা বলেন, “আমাদের প্রাথমিক অনুসন্ধানেই কিছু অসামঞ্জস্য ধরা পড়েছে। এখন ব্যাংক হিসাবগুলো খতিয়ে দেখে সেই সম্পদের উৎস, বৈধতা ও প্রয়োজনে আরও অভিযুক্তের সংশ্লিষ্টতা নির্ণয় করা হবে।”

এ বিষয়ে মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *